বলুন তো কয়জন আছে ছবিটিতে?
ঢাকাটাইমস ডেস্ক
১৯ মার্চ, ২০১৬ ১৮:৪৬:৫৪
ঢাকা: ছবিটি একনজর বুলিয়ে নিন; তারপর বলুন ছবিতে কয়জন মেয়ে আছে। গুনে দেখলেন ১২ জন মেয়ে? হলো না। আর একটু ভালো করে খেয়াল করুন। কারসাজিটা ধরতে পারলেই আপনি সঠিক সংখ্যাটি বের করতে পারবেন।
তাহলে চলুন চেষ্টা করে বের করি ছবিটিতে কয়জন আছে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ছবিটি তুলেছেন সুইজারল্যান্ডের ফটোগ্রাফার তিজিয়ানা ভারগারি। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন তিনি।
এরই মধ্যে ছবিটিতে এক কোটি ৬৫ লাখ লাইক ও ৭০০ কমেন্ট করা হয়েছে।
অনলাইনে প্রকাশ করা এই ছবিতে মানুষের মানসিক অবস্থা যাচাই করতে চেয়েছেন ফটোগ্রাফার। প্রকৃতপক্ষে এই ছবিতে কয়জন মেয়ে আছে ইন্টারনেট ব্যবহারকারীরা তা বলতে পারেন কি না সেটাই পরীক্ষা করে দেখতে চেয়ছেন সুইজ ফটোগ্রাফার।
ছবিতে আসলে কয়জন মেয়ে আছে-তিন, চার নাকি দুই।
পরে অবশ্য ফটোগ্রাফার নিজেই বলে দিয়েছেন ছবির এই রহস্য। ছবিটিতে আছেন দু্জন বোন। দুজনই আয়নার দিকে তাকিয়ে আছেন। একজনের (বড় বোনের) আয়না ডান পাশে, অন্যজনেরটি বাম পাশে। সূত্র: মাশাবেল।
(ঢাকাটাইমস/১৯মার্চ/জেডএ/মোআ)