logo ১৮ জুলাই ২০২৫
সমকামীদের জন্য ঘটকালি সেবা!
ঢাকাটাইমস ডেস্ক
২০ মার্চ, ২০১৬ ০০:১৯:২৫
image



ঢাকা: বিবাহযোগ্য কন্যার পাত্রের বিভিন্ন ম্যারেজ মিডিয়া ঘটকালি করে থাকে। এবার সমকামীদের জন্যও ঘটকালি দপ্তর খোলা হয়েছে! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সমকামীরাও চাইছেন ঘটকালি করে সঙ্গী পেতে। তাই যে সব পুরুষ বা মহিলা নিজেদের লিঙ্গেই সঙ্গী খোঁজেন, তাঁদের জন্য সুখবরই বটে।






প্রবাসী ভারতীয় বেনহার স্যামসন আসলে একজন সমাজসেবী। দীর্ঘদিন ধরেই সমকামীদের নিয়ে কাজ করছেন, সমকামীদের সঙ্গী খোঁজারও কাজ করতেন তিনি। এই থেকেই তিনি এই নিয়ে একটি ম্যারেজ ব্যুরো খোলার কথা চিন্তা করেন। এর পরেই জন্ম নেয় ‘ইন্টান্যাশনাল অ্যারেঞ্জড গে ম্যারেজ ব্যুরো’। ইতিমধ্যেই এই সংস্থার মাধ্যমে বেশ কিছু সমকামী তাঁদের সঙ্গী খুঁজে পেয়েছেন। স্যামসনের এই সংস্থায় নাম লেখাতে গেলে সমকামীদের খরচ করতে হবে ৩৩ হাজার টাকা। এই টাকার পুরোটাই আবার ফেরতযোগ্য।






মাত্র ৩ মাস আগে শুরু হওয়া এই ঘটকালি সংস্থায় এখনও পর্যন্ত ২৪ জন সমকামী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। এছাড়াও, ২৫০ জনের অনুসন্ধানের আবেদনপত্র জমা পড়েছে।






(ঢাকাটাইমস/২০মার্চ/জেডএ)