মুমিনের সফলতার তিন সূত্র
ইসলাম ডেস্ক
২১ মার্চ, ২০১৬ ১৭:০০:০৯

ঢাকা: আমরা জীবনে সবাই সফল হতে চাই। দুনিয়া আখেরাতে কামিয়াবির ক্ষেত্রে কোরানে ‘ফালাহ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এর চেয়ে যথার্থ ও পূর্ণাঙ্গ কোনো শব্দ নেই। দুনিয়া ও আখেরাতের সফলতাকে বলে ফালাহ। পূর্ণাঙ্গ সফলতার তিনটি সূত্র কোরানে কারিমে আল্লাহ তায়ালা বলে দিয়েছেন। সেই সূত্র তিনটি হলো ক. মন্দ আকিদা ও কাজ থেকে বেঁচে থাকা; খ. আল্লাহর জিকির; গ. নামাজের পাবন্দি। এই তিনটি কাজ হচ্ছে দৈনন্দিন।
আল্লাহ বলেছেন বাঁচতে চাইলে গুনাহ থেকে বেঁচে থাকো; নামাজ এবং জিকরুল্লাহর অভ্যাস গড়ে তোলো। জাকাত বছরে একবারই দেয়া লাগে। তাও সবার ওপর ওয়াজিব না, যাদের সম্পদ আছে কেবল তাদের ওপরই ওয়াজিব। রোজা সারা বছরে মাত্র একটি মাস ফরজ। হজও জীবনে একবার মাত্র ফরজ। তবে এই তিনটি কাজ প্রতিদিনই করতে হয়। নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করলেও বাকি দুটি কাজ প্রতি মুহূর্তেই করতে হয়। সবসময় আল্লাহকে স্মরণ করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা মুমিনের একান্ত দায়িত্ব।
এই তিনটি কাজের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা একটু কঠিন। এর জন্য অনেক চেষ্টা ও সাধনা করা লাগে। বাকি দুটি কাজ নামাজ ও জিকির অপেক্ষাকৃত সহজ। কারণ নামাজের অভ্যাস তো এমনিতেই গড়ে ওঠে এবং জিকিরের অভ্যাসও হয়ে যায়। কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচানো এটা অনেক কষ্টের কাজ। চারিদিকে গুনাহের স্রোত প্রবাহিত হচ্ছে। যেমনিভাবে পানি স্রোতের টানে ছুটে চলে আমরাও অনেকেই গুনাহের স্রোতে ভাসছি। অনেকেই আছেন যারা পরিপার্শ্বের প্রতিকূলতা সত্ত্বেও নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। তবে তা সত্ত্বেও অনেক গুনাহ হয়ে যায়।
অনেক সাবধানতা অবলম্বনের পরও কিছু ত্রুটি-বিচ্যুতি হয়ে পড়ে। তবে মনে রাখবেন, গুনাহ হলেও হতাশ হবেন না। কারণ আল্লাহর রহমতের ভাণ্ডার। দুনিয়াতে আল্লাহ তার নাফরমান বা অবাধ্য বান্দাদেরও খাওয়াচ্ছেন, পরাচ্ছেন। অনেক আরাম-আয়েশের জীবন দান করেছেন। দুনিয়ার সব দরবার থেকে বিমুখ হয়ে গেলেও আল্লাহর কাছে বিমুখ হওয়ার কোনো আশঙ্কা নেই। এ জন্য আল্লাহর প্রতি সর্বোচ্চ আস্থা ও বিশ্বাস রেখে জীবন পরিচালনা করতে হবে। গুনাহ হয়ে গেলেও তা থেকে তওবা করে নিতে হবে।
(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)