বুদ্ধিমানদের বন্ধু কম থাকে: গবেষণা
ঢাকাটাইমস ডেস্ক
২৪ মার্চ, ২০১৬ ১২:২৮:৫৪

ঢাকা: জীবনের অপরিহার্য অংশ বন্ধু। কিন্তু আপনার হয়তো রাশি রাশি বন্ধু নেই, আছে হাতো গোনা মাত্র কয়েকজন। এজন্য আপনাকে অসামাজিক, স্বার্থপর, একাঘেঁয়ে ইত্যাদি গালমন্দ হজম করতে হয়েছে। তবে সম্প্রতি এক গবেষণায় কিন্তু বলছে আপনার বুদ্ধি বেশি।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাইকোলজিস্ট সাতোশি কানাজাওয়া ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির সাইকোলজিস্ট নরম্যান লি পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা অধিক জনবসতি এলাকায় বড় হয়েছেন, তাদের জীবন নিয়ে সন্তুষ্টি কম থাকে। অন্যদিকে যারা খুব কাছের লোকজনের সঙ্গে সময় কাটিয়েছেন তারা জীবন নিয়ে অনেক বেশি সন্তষ্ট।
এক কথায় বলা যায়, যখন আমরা পছন্দের মানুষের সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারি তখন আমরা বেশি খুশি থাকি। ১৮ থেকে ২৮ বছর বয়সী ১৫ হাজার জনের উপর এই গবেষণা চালানো হয়েছিল। তবে বেশি বুদ্ধিমানদের ক্ষেত্রে এই গবেষণা বিশেষ কার্যকর হয়নি। দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো বুদ্ধিমানদের অসন্তুষ্ট করে। এরা শুধু নিজেদের গুটিকয়েক বন্ধুদের নিয়েই খুশি। তবে তার মানে এই নয় যে স্মার্ট ব্যক্তিরা বন্ধুত্ব করতে পছন্দ করেন না।
ব্রিটিশ জার্নাল অব সাইকোলজিতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
(ঢাকাটাইমস/২৪মার্চ/জেএস)