logo ১৯ জুলাই ২০২৫
প্রেমের ক্ষেত্রে হীনমন্যতায় ভোগেন স্থূলকায় নারীরা
ঢাকাটাইমস ডেস্ক
২৪ মার্চ, ২০১৬ ১৩:০১:৪৪
image



ঢাকা: প্রেম নিবেদন কিংবা বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার আগেই প্রত্যাখ্যানের আশঙ্কায় অবসাদে ভোগেন স্থূলকায় নারীরা। যুক্তরাষ্ট্রের সান্টা বারবারার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় এমনটি জানা যায়।






সাধারনত স্থূলকায় নারীরা নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগেন। আর সেখান থেকেই শুরু অবসাদের। প্রত্যাখ্যাত হওয়ার ভয় বনাম স্বাস্থ্যে বাস্তব প্রত্যাখ্যানের প্রভাব নিয়ে এই গবেষণা চালিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সান্টা বারবারার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক অ্যালিসন ব্লডর্ন। তাঁর নেতৃত্বে বিভিন্ন ওজনের ১৮ থেকে ২৯ বছক বয়সী ১৬০ জন পুরুষ ও নারীর ওপর এই গবেষণা চালানো হয়।






এদের সকলকে বলা হয়, কেন তাঁরা উপযুক্ত ডেটিং পার্টনার সেই বিষয়ে পাঁচ মিনিট বক্তৃতা দিতে। আর তারপর তা বিচার করতে বলা হয় বিপরীত লিঙ্গের প্রতিযোগীদের। দেখা গিয়েছে বেশি ওজনের নারীরা মনে করেন তাঁরা ওজনের জন্য প্রত্যাখ্যাত হবেন। যার ফলে তাঁরা হীনমন্যতায়, অবসাদে ভোগেন। অন্যদিকে কম ওজনের নারীরা নিজেদের ওজনকেই উপযুক্ত ডেটিং পার্টনার পাওয়ার চাবিকাঠি মনে করেন। তবে পুরুষদের ক্ষেত্রে ভাবনার এমন কোনও বৈপরীত্য লক্ষ্য করা যায়নি।






(ঢাকাটাইমস/২৪মার্চ/জেএস)