logo ১৬ জুলাই ২০২৫
সানস্ক্রিনে পুরুষের বন্ধ্যত্ব!
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৬ ১৮:৫৩:২৭
image



ঢাকা: সানস্ক্রিন লোশন পুরুষদের বন্ধ্যত্বে ভূমিকা রাখে।সাম্প্রতিক এক গবেষণায় গবেষকরা সানস্ক্রিনে এমন কিছু উপাদান খুঁজে পেয়েছেন, যা শুক্রাণুর কোষের কার্যাবলীকে ব্যাহত করতে পারে।






ডেনমার্কভিত্তিক এই গবেষণায় বলা হয়, সূর্যের অনেক অতি বেগুনি রশ্মি (ইউভি) সানস্ক্রিনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ফিল্টারিং করে, যা মানুষের শুক্রাণুর কোষের কার্যাবলী ব্যাহত করে। তাছাড়া, এটি নারী দেহের হরমোন প্রজেস্টেরনেও প্রভাব ফেলে।






পেনহেগেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক নেইলস স্কাকিবায়েক বলেন, গবেষণার এই ফলাফল উদ্বেগজনক। অব্যাখ্যাকৃত বন্ধ্যাত্বের ক্ষেত্রে এটি ব্যাখ্যা করা যেতে পারে। রাসায়নিক ইউভি ফিল্টারের কাজ হচ্ছে, ত্বকে সূর্যের ক্ষতিকর অতি বেগুন রশ্মির প্রভাব কমানো। কিছু ইউভি ফিল্টার ত্বকের মাধ্যমে দ্রুত শোষণ করে নেয়। মানুষের রক্তের নমুনায় ইউভি রাসায়নিক ফিল্টারের উপস্থিতি পাওয়া গেছে। আর যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং অন্যান্য দেশে প্রস্রাবের নমুনায় ৯৫ শতাংশ পাওয়া গেছে।






(ঢাকাটাইমস/৩মার্চ/এসআই/এমআর)