যুগলের স্বীকারোক্তি
ভালোবাসা শরীরে নয়, মনে
ঢাকাটাইমস ডেস্ক
১০ এপ্রিল, ২০১৬ ১৩:৪৩:২৫

ঢাকা: শরীরের আকর্ষণ কমার সঙ্গে সঙ্গে কি ভালোবাসা কমে যায়? নাকি বাড়ে? নাকি কোনো পরিবর্তন হয় না। কয়েকজন যুবক-যুবতীকে নিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ব্রিটেনের এক মেকআপ আর্টিস্ট।
স্টিফানি নামের ওই শিল্পী যুগলদের এমনভাবে মেকআপ দেন যাতে তাদের দেখতে বৃদ্ধ বলে মনে হয়। এরপর কিছু সময় নিয়ে একে অপরকে সামনা-সামনি হাজির করে মন্তব্য জানতে চান।
ব্রুকলিনের ২৭ বছর বয়সী স্টিফেন নাদিয়া বলছেন, ‘নিজেদের বৃদ্ধ দেখে চমকে যাই। আমি সত্যি চিন্তিত ছিলাম এই চেহারা দেখে। আমার পার্টনারকে এখন থেকে আরো ভালবাসতে ইচ্ছে করছে।’
এই মেকআপ করতে কোনো রকম লেজার রশ্মি কিংবা ক্ষতিকারক কিছু ব্যবহার করা হয়নি। ক্রিম এবং আই-পেন্সিল দিয়ে যুবক-যুবতীদের বয়স্ক করে তোলেন স্টিফানি।
যুগলদের মধ্যে দুই জোড়া ছিলেন বিবাহিত। বাকিরাও একে অপরের সঙ্গে ছয় বছরের বেশি সময় কাটিয়েছেন।
তারা বলছেন, বলিরেখার দিনগুলোতে প্রেমের অনুভূতি অন্যরকম। স্বর্গীয়। আরো ভালবাসতে ইচ্ছে করে। জগতের চিন্তা মাথায় থাকে না। প্রথম দেখার স্মৃতি বারবার মনে পড়ে।
সবাই একবাক্যে মেনে নিচ্ছেন, প্রেম কখনো শরীর আর যৌনতায় সীমাবদ্ধ থাকতে পারে না। এর কোনো সীমানা নেই।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এএম)