সূচকের ওঠানামায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৬ ১২:২১:০২
ঢাকা: সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় উঠানামা করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪,৪২৩ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৮,২৮৩ পয়েন্ট অবস্থান করছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ৪৭টি।
সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৪ কোটি টাকা। লেনদেন হওয়া ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ১৬টি শেয়ারের দর।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এমআর)