logo ২০ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ এপ্রিল, ২০১৬ ১৭:১১:০৯
image



ঢাকা: পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহ। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারে মূল্যসূচকের দরপতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।  






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৭ লাখ টাকা।






এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক  ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৩ পয়েন্টে।






রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, দর কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির।






অপরদিকে সিএসইর সার্বিক সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫২৬ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।






(ঢাকাটাইমস/১৭এপ্রিল/জেবি)