logo ২০ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৬ ১৭:১৬:১৫
image



ঢাকা: দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচক কমেছে; লেনদেনেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৪২৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০৯ কোটি ৪৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১৬ কোটি ৩২ লাখ টাকা।






এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭২ পয়েন্টে।






সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির, দর কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে  ১৩ হাজার ৫২৪ পয়েন্টে।






আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।






(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেবি)