গ্রামীণফোনের এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৬ ১৮:১০:২৬

ঢাকা: দেশে মুঠোফোন সেবাদানকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্রামীণফোনের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় গ্রামীণফোন বোর্ডের সদস্য, সিইও রাজিব শেঠিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন বোর্ডের সদস্য এম শাহজাহানের সভাপতিত্বে এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব হোসেন সাদাত।
গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি কোম্পানির পরিচালনাগত ও আর্থিক সাফল্য এবং সারা দেশে থ্রিজি সেবা ছড়িয়ে দেয়ার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে এম শাহজাহান কোম্পানির ওপর আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পের সম্ভাবনা, নিয়ন্ত্রণগত অনিশ্চয়তা, সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিতে গ্রামীণফোনের লক্ষ্য তুলে ধরেন।
তিনি বলেন, গ্রামীণফোনের লক্ষ্য নতুন প্রযুক্তির উন্নয়ন ঘটানো এবং এ প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল সেবাদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা।
এজিএমে অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল ডিরেক্টরস রিপোর্ট, ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ, ডিরেক্টর নির্বাচন/পুনর্নির্বাচন এবং নিরীক্ষক নিয়োগ।
গ্রামীণফোন ২০১৫ সালে ৮০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেয়। পরে বোর্ড আরও ৬০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে। ফলে মোট লভ্যাংশ দাঁড়ায় ১৪০ শতাংশ (শেয়ারপ্রতি ১৪ টাকা)।
এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডাররা এসব কিছু অনুমোদন দেন।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/মোআ)