logo ২০ এপ্রিল ২০২৫
পতনের বৃত্তে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ এপ্রিল, ২০১৬ ১৮:৫৯:৪৮
image



ঢাকা: আবারও পতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার  টানা ৬ষ্ঠ দিনের মতো সূচকের পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির, দর কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।






আজ ডিএসইতে ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৩৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল  ৩৩১ কোটি ২৮ লাখ টাকা।






এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ২৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৭ পয়েন্টে।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৮২ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।






(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি)