logo ২০ এপ্রিল ২০২৫
ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৬ ১৮:৩১:১৪
image



ঢাকা: টানা তিন দিন পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে আজ বুধবারও সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।  ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে ৪৩৪ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯৪ কোটি ছয় লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা।






এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৭ পয়েন্টে।






বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির, দর কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে  ১৩ হাজার ৩৯২ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।






(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেবি)