logo ২০ এপ্রিল ২০২৫
দুই বাজারের লেনদেনে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৬ ১২:৩৩:৩০
image



ঢাকা: মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় এই প্রবণতা লক্ষ্য করা গেছে।






গতকাল বুধবার উভয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে তার আগের তিন কার্যদিবস রবিবার থেকে মঙ্গলবার নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।






বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪,৩৬২ পয়েন্টে অবস্থান করছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ৪৩টি।






অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৮,২৪৪ পয়েন্ট অবস্থান করছে। এই বাজরে লেনদেন হয়েছে ৬ কোটি টাকা। লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টি শেয়ারের দাম।






(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমআর)