logo ২০ এপ্রিল ২০২৫
ডিএসই’র সূচক ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৬ ১৭:৫০:৩৮
image



ঢাকা: টানা দরপতনের ধারায় আটকে গেছে দেশের পুঁজিবাজার। গত এক সপ্তাহ ধরে পুঁজিবাজারে অব্যাহত আছে দরপতন। আজ স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড়ধরনের দরপতন হয়েছে। আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে নেমে গেছে চার হাজার ২৩৮ পয়েন্টে; যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে গত বছরের ১০ মে ডিএসই’র প্রধান মূল্যসূচকের অবস্থান ছিল চার হাজার ২৭৭ পয়েন্ট।






ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ডিএসইতে ৩৫৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায়  ১২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকা।






এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।






এদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৩২ পয়েন্টে।






বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৬৩টির  এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।






(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেবি)