logo ২১ এপ্রিল ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ এপ্রিল, ২০১৬ ২০:৪৭:৪৪
image



ঢাকা: প্রশাসনে আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে বদলি ও পদায়ন করা হয়েছে।






আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহাকে চট্টগ্রাম জেলায়, পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলির আদেশাধীন মো. আবু জাফরকে চাঁপাইনবাবগঞ্জে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপপরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেনকে চাঁদপুর জেলায়, চট্টগ্রাম বিআরটিএ ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমানকে কক্সবাজার জেলায়, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মীর শওকত হোসেনকে লক্ষীপুর জেলায়, খুলনা জেলার পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আমিনকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাট জেলার ফকিরের হাট উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানকে মাগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মফিজুল আলমকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানকে ওএসডি করে জনপ্রশাসনে মন্ত্রলালয়ে বদলি করা হয়েছে।






(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এইচআর/এমএম)