বিকেএসপির নতুন মহাপরিচালক সামছুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৬ ১৬:২৭:০৮
ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান। একই সঙ্গে বিকেএসপির মহাপরিচালক পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খানকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মো. ইকবাল হাসানকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিচালক পদে প্রেষণে থাকা কর্নেল মো. ফয়জুল কবীরকে প্রত্যাহার করা হযেছে।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এইচআর/জেবি)