logo ২১ এপ্রিল ২০২৫
কাশিয়ানী থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৬ ২১:৩১:৫৬
image








ঢাকা: গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ গোপালগঞ্জ এসপি অফিসে যায়। নির্বাচন কমিশনের সুপারিশে তাকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।



এদিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজানুর রহমানকে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনি কাজে যোগ দেবেন।



গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম ইমরান হোসেন ঢাকাটাইমসকে বলেন, নির্বাচন কমিশন তাকে প্রত্যাহার করতে বলেছে। সে অনুযায়ী মনিরুল ইসলামকে কাশিয়ানী থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।



কাশিয়ানী থানার এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অহেতুক হয়রানির অভিযোগ ছিল।



(ঢাকাটাইমস/২০এপ্রিল/এএ/এআর/ঘ.)