logo ২১ এপ্রিল ২০২৫
দুই ইউএনওকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৬ ১৮:৩১:৪০
image



ঢাকা:সরিষাবাড়ীর উপজেলার ইউএনও এবং আমতলির উপজেলা ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আরও বেশি কিছু কর্মকর্তাকে বদলি করা হয়েছে।






আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার বেগম ফ্লোরা বিলকিস জাহানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ে শাখায় ন্যস্ত করা হয়েছে।






বরগুনা জেলার আমতলি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানকে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব পদে বদলি করে স্থানীয় সরকার বিভাগে দেয়া হয।






পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব বেগম লুলু বিলকিস বানুকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সহকারী পরিচালক পদে বদলি করা হযেছে।






পদায়নের জন্য  জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসানকে প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বদলি করে স্থানীয় সরকার বিভাগে দেয়া হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মো. শফিকুল ইসলামকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






(ঢাকাটাইমস/১৯ এপ্রিল/এইচআর/এআর/ ঘ.)