চার সহকারী কমিশনারকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ এপ্রিল, ২০১৬ ১৯:৫৫:২৫
ঢাকা: প্রশাসনে চার সহকারী কমিশনারকে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসব কর্মকর্তা হলেন, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. নাজমুল ইসলামকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ফিরোজ আল মামুনকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অভিষেক দাশকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম রুবাইয়া আফরোজকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এইচআর/জেবি)