প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিবের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৬ ১৯:৩৩:৩২
ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মো. মামুন অর রশিদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রযোজক মনোজ সেনগুপ্তকেও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি আদেশে তাদের চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
একটি আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা মো. মামুন অর রশিদের চুক্তির মেয়াদ ২৪ মার্চ থেকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
অন্য আদেশে বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রযোজক মনোজ সেনগুপ্তর চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়িয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রামার ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এইচআর/এমআর)