২১ যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৬ ২১:১৪:৫৭

ঢাকা: প্রশাসনে ২১ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদের মধ্যে-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর খুরশিদ আনোয়ারকে বি.এফ.আই.ডি.সির পরিচালক, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সদস্য হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) পরেশ চন্দ্র রায়কে বিদ্যুৎ বিভাগের পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক (অর্থ), চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মো. আহসান হাবীব তালুকদারকে ভূমি মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট কম্পোনেন্ট বিল্ড ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিককে কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত ওএসডি (যুগ্মসচিব) হিরন্ময় বাড়ৈ জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, বিয়ামের পরিচালক ড. কাজী আনোয়ারুল হক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক, বিআরটিসির জিএম মো. হান্নান মিয়া বিয়ামের পরিচালক, স্কুল ফিডিং ইন পুওরেষ্ট এরিয়া প্রজেক্টের রামচন্দ্র দাশকে বিয়ামের পরিচালক, বিয়ামের পরিচালক মো. হামিদুর রহমানকে বিআরটিসির জিএম, ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের পরিচালক এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক মোহাম্মদ আবু ফারুককে স্কুল ফিডিং ইন পুওরেষ্ট এরিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. ফায়জুল কবীরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব, স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট কম্পোনেন্ট বিল্ড ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আবু তাহেরকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মো. গোলাম মোস্তফা খানকে ওএসডি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. মনোয়ারুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব পদে দেয়া হয। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মাসুদ আহমদকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব ডা. কাজী মোস্তফা সারোয়ারকে ওএসডি,
বাংলাদেশ হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেককে ওএসডি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মিজান উল আলমকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) সুশান্ত কুমার প্রামাণিককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এইচআর/ এআর/ঘ.)