logo ২১ এপ্রিল ২০২৫
সাবেক সচিব আলী কবীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৬ ১৪:২৬:৪২
image



ঢাকা: সাবেক সচিব ও সাপ্তাহিক এই সময়ের উপদেষ্টা সম্পাদক এ এস এম আলী কবীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার (বাইপাস) শেষ হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের ইন্ডিপেনডেন্ট হসপিটালে বাংলাদেশ সময় দুপুর ২টায় তার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।






আলী কবীর সরকারের সংস্থাপন (বর্তমান জনপ্রশাসন) এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০১১ সালে তিনি চাকরি থেকে অবসরে যান। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।






আলী কবীরের নিজের জেলা দক্ষিণাঞ্চলীয় বরিশাল হলেও তিনি ৩১ ভাদ্র, বাংলা ১৩৫৯ সনে (ইংরেজি ১৯৫২ সাল) ময়মনসিংহ জেলার উত্তর সীমান্ত গারো পাহাড়ের পাদদেশে হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন। স্কুলজীবনের শুরু মুক্তাগাছা রাম কিশোর উচ্চ বিদ্যালয়ে। পরে ময়মনসিংহ জিলা স্কুলেও দীর্ঘদিন পড়াশোনা করেন। ১৯৬৭ সালে এসএসসি পাস করার পর ঢাকা কলেজে ভর্তি হন। ১৯৬৯ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও এম এ পাস করেন।






কর্মজীবনের শুরুতে তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজির প্রভাষক ছিলেন। পরে বাংলাদেশ ব্যাংকেও কাজ করেছেন।






(ঢাকাটাইমস/৭এপ্রিল/এইচএফ)