দুই কর্নেলকে বিইউপিতে এ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ এপ্রিল, ২০১৬ ১৮:৩৮:৩৫
ঢাকা:বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সুজাউদ্দীনকে বাংলাদেশ জরিপ অধিদপ্তর থেকে প্রত্যাহার এবং কর্নেল মাকছুদুল হক ও কর্নেল আলাউল কবীরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি)এ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ দেযা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর লে: কর্ণেল একেএম মাকছুদুল হককে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোস্যাল সাইন্স ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর লে: কর্নেল মো. আলাউল কবীরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোস্যাল সাইন্স ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম সুজাউদ্দীন পাঠান শিবলীর প্রেষণের আদেশ বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪এপ্রিল/এইচআর/এআর/ ঘ.)