logo ২২ এপ্রিল ২০২৫
১৬ উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৬ ১৯:০১:৫০
image



ঢাকা: প্রশাসনে ১৬ উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ চৌধুরীকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করা হয়েছে।






বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ফছি উদ্দিনকে ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব বেগম সামস-ই-আরা বিনতে হুদাকে অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।






সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হোসনে আরা আক্তারকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম টিপু সুলতানকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক, বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান মো. আব্দুস সাত্তারকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. মোকসেদুর রহমানকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা করা হয়েছে।






চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নাজিয়া শিরিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রাইভেটাইজেশন কমিশনের উপপরিচালক হায়দার জাহান ফারাসকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জিএম (ট্রান্সপোর্ট), নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত মো. আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।






ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেনকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে, নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক ডা. মো. সরোয়ার বারীকে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক, পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মোহা. আব্দুর রফিককে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।






(ঢাকাটাইমস/৩এপ্রিল/এইচআর/এমআর)