মেজর মামুনুর এনএসআইয়ের যুগ্ম পরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৬ ১৯:৩৩:০৪
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মো. মামুনুর রশিদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) যুগ্ম পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।
এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মো. আবুল কাশেমকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনকে জুনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনকে জুনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগে থাকা কর্মকর্তা স্বপন কুমার বসুকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/এইচআর/মোআ)