শিল্পকলা একাডেমির ডিজির মেয়াদ দুই বছর বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ মার্চ, ২০১৬ ১৬:২৫:৩৬
ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই মেয়াদ বাড়ানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনমূলে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১০ এপ্রিল ২০১৬ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হলো।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এইচআর/জেবি)