logo ২২ এপ্রিল ২০২৫
৯ যুগ্মসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২১ মার্চ, ২০১৬ ১৮:৩৬:৩৯
image



ঢাকা: প্রশাসনে নয় যুগ্মসচিবকে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম শিরিনা খাতুনকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, ওএসডি কর্মকর্তা মো. তানকিন হক সিদ্দিকীকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, ওএসডি কর্মকর্তা বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দিনকে ৪০টি উপজেলায় ৪০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামের একটি মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।






বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন বাবরকে টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের পরিচালক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী নুরকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক, মাইক্রো-ক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মো. রাশিদুল ইসলামকে বোয়েসেলের মহাব্যবস্থাপক এবং রাজশাহীর জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মমিনুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরো রাজশাহীর পরিচালক করা হয়েছে।






এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা অভিত কুমার পালকে ন্যাশনাল প্রোডাকটিভিট অর্গানইজেশনের পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে ই-ইউ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।






(ঢাকাটাইমস/২১মার্চ/এইচআর/এমআর)