চার উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৬ ১৮:৫৭:১৩
ঢাকা: প্রশাসনে চার উপসচিব পদে রদবদল করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক জহিরুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হযেছে। তাকে আগামী ২৮ মার্চ বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক বেগম নাজমুন নাহার মানুকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে বদলি এবং সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক দেবজিৎ সিংহকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে বদলি করে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংযুক্ত উপসচিব রথীন্দ্র নাথ দত্তকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো, আব্দুর রহমানকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা শীর্ষক প্রকল্পের উপপরিচালক করা হযেছে।
(ঢাকাটাইমস/২০মার্চ/এইচআর/জেবি)