logo ২২ এপ্রিল ২০২৫
আসলাম আলমসহ ৪ সচিব পদে রদবদল আসছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৬ ১৮:০০:৫০
image



ঢাকা: ছয় সচিবের রদবদলের একদিন পর এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে পরিবর্তনের আভাস পাওয়া গেছে।মঙ্গলবার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এমনটাই জানা গেছে।






অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম ছাড়াও আর যাদের  নাম শোনা যাচ্ছে তারা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খান, এমআরডির মহাপরিচালক( সচিব) কে এম মোজাম্মেল হক এবং পিএসসির সচিব রয়ছে। এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছয় সচিবের দপ্তর বদলের কথা জানানো হয়।এদের মধ্যে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।পরিকল্পনা কমিশনের সদস্য এস এম গোলাম ফারুককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।







পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়েল সচিব করা হয়েছে।‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পরিচালক ড. প্রশান্ত কুমার রায়কে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব মর্যাদায়) করা হয়েছে।



ঢাকাটাইমস/১৫মার্চ/এইচআর/বিইউ/ এআর/ঘ)