logo ২২ এপ্রিল ২০২৫
সাত ইউএনও পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৬ ১৬:৩৯:৩৩
image



ঢাকা: বেশ কয়েকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব পরিবর্তন করা হয়।






এক আদেশে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুস শোয়েবকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






ব্রাক্ষণবাড়িয়ার আখউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিবকে একই পদে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দারকে ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম নাসরিন সুলতানাকে একই পদে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।



নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারীকে ইউএনও হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোহাম্মদ আবুল কাশেমকে ইউএনও হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারে কার্যালয়ে এবং বিয়ামের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহাব রাশেদকে ইউএনও হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






(ঢাকাটাইমস/১৫মার্চ/এইচআর/এমআর)