logo ২২ এপ্রিল ২০২৫
কুয়েতের রাষ্ট্রদূত হচ্ছেন আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৬ ১৫:০৫:৩৩
image



ঢাকা: চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালামকে কুয়েতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।






আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।






বিবৃতিতে বলা হয়, আবুল কালাম একজন প্রখ্যাত ব্যবসায়ী, সমাজকর্মী ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।






তিনি চট্টগ্রাম (দক্ষিণ) আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট। এছাড়া অগ্রণী ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।






(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)