ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৬ ১৪:০২:৩২
ঢাকা: প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো.ই্উনুসুর রহমানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছে। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক রিজার্ভের বিপুল পরিমাণ অর্থ চুরির ঘটনায় গভর্নর ড. আতিয়ার রহমানের পদত্যাগের পর দুই ডেপুটি গভর্ণরকে অব্যাহতি দেয়া হয় গতকাল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. এম আসলামকে তাঁর পদ থেকে সরিয়ে দেয়ার কথাও জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
(ঢাকাটাইমস/১৬মার্চ/বিইউ/ এআর/ ঘ.)