logo ২২ এপ্রিল ২০২৫
৬ অতিরিক্ত সচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৬ ২০:৩৪:৪১
image



ঢাকা: প্রশাসনে ছয় অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এদের মধ্যে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মঞ্জুরুল হককে ওএসডি করা হয়েছে।






ওএসডি কর্মকর্তা বেগম ভিকারুন নেছাকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।






মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।






জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. নিয়াজ উদ্দিনকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।






মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন বেগম রমা রানী রায়কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।






চা বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) শংকর প্রসাদ দেবকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।






(ঢাকাটাইমস/১৬ মার্চ/এইচআর/এআর/ঘ.)