নাজনীন-কাশেমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৬ ১৬:৩২:৩২
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে অব্যাহতি পাওয়া নাজনীন সুলতানা ও আবুল কাশেমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
আজ বুধবার সরকারি এক প্রজ্ঞাপনে এই নিয়োগ বাতিল করা হয়।
বাংলাদেশের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ার পর তা চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। আবুল কাশেমের চাকরির বাড়তি মেয়াদও আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার তাদের অব্যাহতি দেয়া হয়। একই ঘটনায় ড. আতিউর রহমান গভর্নর থেকে পদত্যাগ করেন। সাবেক অর্থসচিক ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এইচআর/জেবি)