প্রশাসনে ৮ উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৬ ১৯:০১:৩২

ঢাকা: প্রশাসনে আট উপসচিবকে বদলি করা হযেছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।
এরা হলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি কর্মকর্তা লোকমান আহমেদকে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব পদে বদলি করা হয়েছে।
প্রকিউরমেন্ট অব ইকুইপমেন্ট ফর সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন শীর্ষক প্রকল্পের উপপরিচালক মো. আব্দুল জলিলকে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপপরিচালক করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সুশান্ত কুমার সরকারকে প্রকিউরমেন্ট অব ইকুইপমেন্ট ফর সার্চ এন্ড রেসকিউ অপারেশন শীর্ষক প্রকল্পের উপপরিচালক করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো, মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার করা হযেছে।
ভূমি সংস্কার বোর্ডের উপ-ভুমি সংস্কার কমিশনার মো. মোকসেদুর রহমানকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা করা হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড, সিতারা বেগমকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক করা হয়।
ট্যারিপ কমিশনের উপ-প্রধান মো, আব্দুস সাত্তারকে সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মশিউর রহমানকে খাদ্য অধিদপ্তরে Constuctio of 1.05 lakh mt capacity New Food Godowns শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হয়।
ঢাকাটাইমস/২২মার্চ/এইচআর/