সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে ডিসিদের চিঠি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মার্চ, ২০১৬ ১৭:৫৪:০৮

ঢাকা: জনগণের আশা-আকাঙ্খা, আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিতকরণে আগামী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত চিঠিতে ৩১ মার্চের মধ্যে প্রস্তাব পাঠাতে বলা হযেছে।
২০১৫ সালের জেলা প্রশাসক সম্মেলনে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত ও বাস্তবায়িত এবং একান্ত স্থানীয় ও জনগুরুত্বহীন বিষয়াবলির প্রস্তাব পরিহার করতে বলা চিঠিতে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ শফিউল আলম ঢাকাটাইমসকে বলেন, “এবার ২০১৬ সালের জেলা প্রশাসক সম্মেলন নতুন কিছু দিকনির্দেশনা থাকছে। তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই জানিযেছেন। আমরা সেই নির্দেশনাগুলো জেলা প্রশাসকদের জানিয়েছি।”
মাঠ প্রশাসনের কাজের গতি ফিরে আনতে প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন করা হয়। গত বছর জুলাই মাসের শেষ দিকে ডিসি সম্মেলন হয়েছিল। এ বছরের সম্মেলনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
এখন সারা দেশের জেলা প্রশাসকদের কাছ থেকে প্রস্তাব নেয়া হচ্ছে, যেগুলো বাছাই শেষে সম্মেলনে আলোচনার জন্য তালিকাভুক্ত করা হবে।
ডিসিদের কাছে প্রস্তাব চেয়ে পাঠানো চিঠিতে বলা হয, “জেলা প্রশাসক সম্মেলন সরকারের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। মাঠপর্যায়ে নিয়োজিত নীতি বাস্তবায়নকারী অন্যতম কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি অনন্য সুযোগ। এ জন্য বিদ্যমান আইন, নীতি, বিধিমালা ও সরকারের বিভিন্ন নির্দেশনা অনুসরণে কোনো সমস্যা হয়ে থাকলে উক্ত বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান, সরকারেরে উন্নয়ন-লক্ষ্য অর্জন, চলমান কর্মসূচি বাস্তবায়ন, সংশ্রিষ্ট এলাকার বিশেষ বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব প্রদান, এসডিজি, রূপকল্প-২০২১ ও সপ্তম পঞ্চবাষিক কর্মপরিকল্পনা বিবেচনায় নেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর আটটি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিতকরণসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক সম্মেলনে নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন এবং নির্দেশনা গ্রহণের সুযোগ রয়েছে।”
(ঢাকাটাইমস/২৬ মার্চ/এইচআর/মোআ)