logo ২২ এপ্রিল ২০২৫
অ্যাডমিরাল হলেন নৌপ্রধান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ মার্চ, ২০১৬ ১৩:৩৫:২২
image



ঢাকা: অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।






রবিবার নৌবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।






গত ২১ জানুয়ারি নিজামউদ্দিন আহমেদকে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।






নিজামউদ্দিন আহমেদ ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে নৌবাহিনী প্রধান পদে দায়িত্ব পালন করবেন। তিনি সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।






(ঢাকাটাইমস/২৭মার্চ/জেডএ)