logo ২২ এপ্রিল ২০২৫
ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মার্চ, ২০১৬ ১৬:০১:৪৫
image



ঢাকা: রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নানকে রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।






আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।






হেলাল উদ্দিন সপ্তম বিসিএসের ক্যাডার। তিনি এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক, বান্দরবান জেলা পরিষদের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক  হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারে।






রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পাওয়া আব্দুল হান্নান ১৯৮৫ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি খুলনায়।






প্রসঙ্গত, গত ১৪ মার্চ ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রাইভেটাইজেশন কমিশনের (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) ভারপ্রাপ্ত সদস্য পদে নিয়োগ দেয়া হলে এই পদটি শূন্য হয়।






(ঢাকাটাইমস/২৮মার্চ/এইচআর/বিইউ/জেবি)