১৭ উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৬ ১৯:১৫:৫৪

ঢাকা: প্রশাসনে ১৭ উপসচিবের দপ্তর বদল হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরা হচ্ছেন- ভূমি সংস্কার বোর্ডের বরিশাল অঞ্চলের উপ-ভূমি সংস্কার কমিশনার এন এম সেলিমকে ভূমি সংস্কার বোর্ড ঢাকা অঞ্চলের উপ-ভূমি সংস্কার কমিশনার, রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) উপপরিচালক ড. সিতারা বেগমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব তাহেরা ফেরদৌস বেগমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জুবায়ের আহমেদকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব, প্রকিউরমেন্ট অব ইকুইপমেন্ট ফর সার্চ এন্ড রেসকিউ অপারেশন (ফেজ-২) শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আব্দুল জলিলকে পাট অধিদপ্তরের পরিচালক, খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) সচিব স্বপন কুমার মণ্ডলকে একই সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
পৃথক আরেক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে ন্যস্ত করা হয়েছে।
পৃথক আরেকটি আদেশে মেহেরপুরের জেলা প্রশাসক (পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির আদেশাধীন) শফিকুল ইসলামকে রাজশাহীর জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আরেক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. মহ: শের আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উপসচিব, কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা আব্দুল লতিফ মোল্লাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব, খাদ্য মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন উপসচিব বেগম নাসরিন মুক্তিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা হুমায়রা সুলতানাকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল ওয়াহাব ভুঁইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক্সেস টু ইনফরমেশন(এটুআই)প্রোগ্রামের দায়িত্ব পালনের নিমিত্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহাম্মেদকে পরিকল্পনা বিভাগে, পরিকল্পনা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান ভুঁইয়াকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব বেগম তাহমিদা আহমেদকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এইচআর/এমএম)