আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক মিজানুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৬ ১২:২৫:৩৭
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মিজানুর রহমান খানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।একই প্রজ্ঞাপনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করা সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি স্বশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এমআর)