logo ২১ এপ্রিল ২০২৫
রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব আমিন ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৬ ২২:০৪:১১
image



ঢাকা: রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে ওএসডি করা হয়েছে।






পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।






আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এ ছাড়া চারজন সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হযেছে। তারা হলেন, চট্টগ্রাম কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও খাগড়াছড়ির মাটিরাংগার সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েসকে বিসিএস প্রশাসন একাডেমির সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে বিসিএস প্রশাসন একাডেমীর মূল্যায়ন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।






চট্টগ্রাম চাঁদগাও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আফজাল হোসেনকে বিসিএস প্রশাসন একাডেমির প্রোগ্রাম পদে বদলি করা হয়েছে।






(ঢাকাটাইমস/৬এপ্রিল/এইচআর/এআর/ঘ.)