কামাল নাসের ইউনেস্কোর রিকমেন্ডেশন কমিটির চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৬ ১২:১৭:২২

ঢাকা: ইউনেস্কো নির্বাহী বোর্ডের কনভেনশন্স এন্ড রিকমেন্ডেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল নাসের চৌধুরী।
বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের ১৯৯তম সভায় সর্বসম্মতিক্রমে কামাল নাসের চৌধুরীকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর পক্ষ থেকে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের কনভেশনশন্স এন্ড রিকমেন্ডেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
গতকাল বুধবার ইউনেস্কো নির্বাহী বোর্ডের ১৯৯তম সভা শুরু হয়েছে। সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল নাসের চৌধুরী।
প্রতিনিধিদলে আরও আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কনভেনশনের সচিব মো. মনজুর হোসেন এবং প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।
ইউনেস্কোর পাঁচটি স্থায়ী সাবসিডিয়ারি কমিটির মধ্যে অন্যতম হচ্ছে কমিটি অন কনভেনশন্স এন্ড রিকমেন্ডেশন কমিটি। এ কমিটির সদস্য সংখ্যা ৩০ জন। এ কমিটি বছরে দুই বার বৈঠক করে।
ড. কামাল নাসের চৌধুরী বর্তমানে ২০১৩-২০১৭ মেয়াদের জন্য ইউনেস্কো নির্বাহী বোর্ডের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। জনপ্রশাসন সচিব ২০১৩-২০১৫ মেয়াদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউনেস্কো নির্বাহী বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/৭এপ্রিল/এইচআর/এমআর)