এমআরটির প্রকল্পের প্রধান প্রকৌশলী পদে আব্দুল বাকী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৬ ২১:৫৮:৩৬
ঢাকা: সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আব্দুল বাকী মিয়াকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রধান প্রকৌশলী (পূর্ত) পদে চুক্তিভিত্তিক নিযোগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, তার অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ৩১ মার্চ ২০১৬ অথবা যোগদানের তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত এই নিয়োগ দেয়া হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি শীর্ষ প্রকল্পের (২য় পর্যায়) সহকারী পরিচালক (সহকারী অধ্যাপক) রওশন আরা বেগম, মোহাম্মদ মাহফুজুর রহমান এবং গাজী মিজানুর রহমানকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (৩য় পর্যায়) সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। তাদের চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেবি /এআর/ ঘ.)