logo ২১ এপ্রিল ২০২৫
চার উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৬ ১৮:৩৮:০৬
image



ঢাকা: প্রশাসনে চার উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।






এসব কর্মকর্তা হলেন-ঢাকা পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) প্রধান রাজস্ব কর্মকর্তা একেএম হাফিজুর রহমানকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান করা হয়েছে।






বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী ওয়াকফ প্রশাসক মো. ফখরুল কবিরকে স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহেন্সমেন্ট প্রজেক্টের উপ-পরিচালক করা হয়েছে।






ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনকে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান ভু-সম্পত্তি কর্মকর্তা করা হয়েছে।






বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আব্দুর রহিম মোল্লাকে সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট আইন কর্মকর্তা করা হয়।






বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আইন কর্মকর্তা এস এম মাসুদুল হককে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা করা হয়েছে।






(ঢাকাটাইমস/১০এপ্রিল/এইচআর/এআর/ঘ.)