logo ১২ মে ২০২৫
চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৬ ২০:৫৬:০০
image



ঢাকা: প্রশাসনে চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল  করা হয়েছে।






রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এদের মধ্যে আই.এম.ই.ডি’র অতিরিক্ত সচিব বেগম গোপা চৌধুরীকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবুল কাশেম মো. বদরুল মজিদকে আই.এম.ই.ডি’র অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়ের ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. কফিল উদ্দিনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।






(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এইচআর/এআর/ঘ.)