logo ২১ এপ্রিল ২০২৫
কুয়েতে নতুন রাষ্ট্রদূত আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৬ ১৮:৫৪:১৫
image



ঢাকা: কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামকে নিয়োগ দিয়েছেন সরকার। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।






আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২০ মার্চ কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে আবুল কালামকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আবুল কালামকে দুই বছরের জন্য কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হলো। যোগদানের তারিখ থেকে তিনি অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।






প্রখ্যাত ব্যবসায়ী আবুল কালাম একজন সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।এ ছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সদস্য ছিলেন আবুল কালাম। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।






ব্যক্তি জীবনে বিবাহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এস এম আবুল কালাম দুই মেয়ে ও এক ছেলের জনক।






(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এইচআর/এমআর)