logo ২১ এপ্রিল ২০২৫
যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে ফের ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৬ ১৯:৪৬:৫৮
image



ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো, কামাল হোসেনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে ফের ওএসডি করা হয়েছে।






আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।






আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো, কামাল হোসেনকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হলো। ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে তাকে যুগ্মসচিব পদে ধারনাগত জ্যেষ্ঠতা প্রদান করা হয়।






এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজানুর রহমানকে এক্সেসটু ইনফরমেশন  (এটুআই) প্রোগ্রামের দায়িত্ব পালনের নিমিত্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তি আদেশ বাতিল করা হয়েছে।






মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের উপসচিব মো, জহুরুল হককে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয।






বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ কবীরকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয।






ঢাকাটাইমস/১৩ এপ্রিল/এইচআর/এআর/ ঘ.)