সিনিয়র সচিব হলেন চার কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৬ ১৫:১৫:১২

ঢাকা: প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান; বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।
পদোন্নতি পাওয়া চার কর্মকর্তারই দপ্তর অপরিবর্তিত রয়েছে। এই চারজনকে নিয়ে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়াল ১৪।
১৯৮১ ব্যাচের কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ২০১৪ সালের ২৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং একই বছরের ২৯ জুলাই সচিব হিসেবে পদোন্নতি পান। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে দুর্নীতির এক মামলায় গ্রেপ্তার হন মোশাররফ। এরপর তাকে ওএসডিও করা হয়েছিল।
মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। চাকরিরত অবস্থায় ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকায় এক বছর মেয়াদি এনডিসি কোর্স সম্পন্ন করেন মোশাররফ।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান ২০১৫ সালের ১১ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। পদাধিকারবলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান তিনি।
এর আগে নজিবুর রহমান পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ছাড়াও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
সংসদ সচিবালয়ের সচিব আব্দুর রব হাওলাদার এর আগে ধর্ম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের সচিব ছিলেন।
আর জাফর আহমেদ খান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।
‘সিনিয়র সচিব’ পদ সৃষ্টি করা হয় ২০১২ সালে। সর্বশেষ অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সিনিয়র সচিবদের মূল বেতন ৮২ হাজার টাকা। সচিবদের মূল বেতন ৭৮ হাজার টাকা নির্ধারিত।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এইচআর/মোআ)