logo ২১ এপ্রিল ২০২৫
ফেসবুকে বাংলা বানান ব্যবহারে সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৬ ১৪:৫৯:২২
image



ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাংলা ভাষা বাস্তবায়ন কোষ’ নামে পাবলিক গ্রুপ বা পেজ খুলে সরকারি কাজে প্রমিত বাংলা বানান ব্যবহারে সহায়তা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।






জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।






মন্ত্রণালয়ের সংস্কার, গবেষণা ও আইন অনুবিভাগের বাংলা ভাষা বাস্তবায়ন কোষ (বাবাকো) গত ১৫ মার্চ থেকে এ সেবা দিয়ে আসছে।






সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাবাকোর এই ফেসবুক পেজে অনুরোধ পাঠিয়ে এর সদস্য হতে পারবেন। কোনো কর্মকর্তা-কর্মচারী বাংলা বানান ব্যবহারে কোনো সমস্যায় পড়লে এ পেজের মাধ্যমে প্রশ্ন করে স্বল্প সময়ে তার সমাধান পেতে পারেন।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফেসবুক পেজটি লিংক করা অছে। প্রতিদিন অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সেবা দেয়া হচ্ছে।






সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এইচআর/মোআ)